চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আক্রান্ত বৃদ্ধর মৃত্যু

0
26

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সালাম উদ্দীন (৭০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত সালাম উদ্দীন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি পাড়ার মৃত মফিজ উদ্দীনে ছেলে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা উপসর্গ থাকায় সালাম উদ্দীন ১১ আগস্ট করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১২ আগস্ট রাতে প্রাপ্ত ফলাফলে তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। ১৩ আগস্ট বেলা ১২ টার দিকে সালাম উদ্দীকে সদর হাসপাতালের আইনসালেশন আইনিটে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১১ টার দিকে তাঁর মৃত্যু হয়।