রোগীদের জন্য আলাদা জোন নির্ধারণ
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু রোগীদের জন্য পুরুষ ও মহিলা ওয়ার্ডের ১ ও ৪ নম্বর কেবিনকে ডেঙ্গু জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে নির্ধারিত জোনে ডেঙ্গু আক্রান্ত রোগীরা সেবা পাচ্ছে।
জানা যায়, ২৭ জুলাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একই দিনে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এ ছাড়া ২৮ জুলাই দুজন ডেঙ্গু জ্বর নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। গতকাল সোমবার বিকেল পর্যন্ত আরও দুজন ডেঙ্গু জ্বর নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল সাতজন। গতকাল ডেঙ্গু শনাক্ত হওয়া রোগীরা হলেন চুয়াডাঙ্গা গুলশানপাড়ার মৃত আব্দুল হাই সরকারের ছেলে গোলাম হোসেন (৫৯) ও আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের মাঝেরপাড়ার আজিজুল ইসলামের ছেলে জুরাইল ইসলাম (২১)।
গোলাম হোসেন ও জুরাইল ইসলামের পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকাতে অবস্থানকালে তাঁরা জ্বরে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় ফিরে আসেন। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করালে তাঁদের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। পরর্বতীতে গতকাল বিকেলে তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির জানান, গত তিন দিনে ডেঙ্গু জ্বর নিয়ে মোট সাতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের পুরুষ ও সার্জারি ওয়ার্ডের ১ ও ৪ নম্বর কেবিনে ১০ শয্যবিশিষ্ট ডেঙ্গু জোন নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, পরবর্তীতে চাহিদা অনুযায়ী ডেঙ্গু জোনে শয্যা সংখ্যা আরও বাড়ানো হতে পারে।