নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বড় বাজার এলাকার পানহাট মোড় থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। আটককৃতরা হলেন- পৌর এলাকার জোহা মুন্সিপাড়ার গোলাম মোস্তফা শেখ ওরফে গরিবের ছেলে জুম্মন শেখ ওরফে জীবন (৩২) ও দৌলাতদিয়াড় দক্ষিণ পাড়ার জাহাঙ্গীর হোসেন মণ্টুর ছেলে শামিম তালুকদার (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে বিশেষ পুলিশি অভিযানের ধারাবাহিকতায় গতরাতেও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সদর থানার পুলিশ। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহর ফাঁড়ি পুলিশের টিএসআই রইস উদ্দিনসহ সহযোগী ফোর্স বড় বাজার পানের হাটের কাছে অভিযান চালিয়ে দুজনকে আটক করেন। এ সময় আটককৃতদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পুলিশ আরও জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু মাদক ব্যবসায়ীর নাম বলেছে। ওই সব মাদক কারবারিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে।