চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদ্যাপন

0
14

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আওয়ামী লীগের

নিউজ ডেস্ক:সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে আনন্দঘন আয়োজনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার র‌্যালি, সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদ্যাপন করেন। সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে আনন্দঘন আয়োজনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার র‌্যালি, সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদ্যাপন করেন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদ্যাপন:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা হয়েছে। গতকাল সন্ধ্যা সাতটায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির আহমেদ, খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, হাবিুবর রহমান লাভলু, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. বেলাল হোসেন, অ্যাড. রফিকুল আলম রাণ্টু, সিনিয়র অ্যাড. সেলিম উদ্দিন খান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখছানা ছন্দা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী আলম মিলি, যুব মহিলা লীগের নেত্রী আফরোজা বেগম, লাইলা শিরিন, রোজিনা সাথী, উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, সাবেক যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগের নেতা আসমান, কাদের, রাশেদিন আলম বাকী, রশিদ, সুমন, লোটাস, শেখ সেলিম, রতন, রুবাইত বিন আজাদ সুস্থির, জালালসহ ছাত্রলীগ, শ্রমিক লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।এদিকে, কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদ্যাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গার কেদারগঞ্জস্থ কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি এবং জেলা যুবলীগের সদস্য অ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ।আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা আবু তাহের, খাজা আহম্মেদ, আনছার আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, ইমরান আহম্মেদ বিপ্লব, আবু তাহের, আ. আলীম, কবির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা রুমি জোয়ার্দ্দার, ইমরান, পাপেল, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আলো, দামুড়হুদা উপজেলা কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, কৃষক লীগের সদস্য আব্দুল হালিম ভুলন, কৃষক লীগের নেতা ইমদাদুল হক বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহম্মেদ, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক  আক্তারুজ্জামান বাবু, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বিশ্বাস টোকনসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। চুয়াডাঙ্গা সরকারি কলেজে ছাত্রলীগের আনন্দ র‌্যালি:আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনায় গতকাল শনিবার সকাল ১০টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে এ কর্মসূচি পালন করেন জেলা ও সরকারি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা।চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নেতৃত্বে আনন্দ র‌্যালিটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ ক্যাম্পাস হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় কলেজ ছাত্রলীগ ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। তিনি বলেন, ‘এ দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন এ ধরণীতে এমন এক মহীয়সী নারীর আগমন ঘটিয়েছেন, যার ফলে আজ বাংলাদেশের ১৭ কোটি মানুষ নির্বিঘেœ ও স্বাচ্ছন্দে তাদের অধিকার ভোগ করছে। আমরা চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মী তাঁর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। একই সঙ্গে তাঁকে বারবার হত্যাচেষ্টা পরিচালনাকারী কুচক্রী সংগঠনের নেতা-কর্মীদের সাবধান ও হুঁশিয়ার করে বলি, জাতির পিতা শেখ মুজিবের রেখে যাওয়া আমানত বঙ্গকন্যা। পিতা মুজিব যেমন দেশের জন্য জীবন দিয়েছেন, তেমনি দেশরতœও তাঁর জীবন এ সোনার বাংলার মানুষের জন্য উৎসর্গ করছেন। আল্লাহপাক তাঁকে সদা-সর্বদা হেফাজত করে রেখেছেন।’এ সময় নেতা-কর্মীরা প্রতিজ্ঞা করেন যে ‘দেশ ও জাতির কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধাদানকারী সব কুচক্রী সংগঠনকে আমরা কঠোর হস্তে দমন করব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সে ধারা বজায় রাখব এবং একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিশ্ব দরবারে উপস্থাপন করে দেখাব, ইনশা আল্লাহ।’ আনন্দ র‌্যালি ও সমাবেশে অংশ নেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, চুয়াডাঙ্গা  সরকারি কলেজ ছাত্রলীগের নেতা তানবিন আহমেদ সোহাগ, জিনারুল ইসলাম জেবু, আরফিন সজীব, এলাহী তৌফিক, রাকিব, সুমন, মারুফ, হাসান, শোভন, রিদয়, আহাদ, অঙ্কন, সুরুজ, রাইসুল, সাব্বির, শিপন, তানজিল, সাইফ, ঈসা, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি কানন আহমেদসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। এদিকে, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার মাগরিবের নামাজের পর চুয়াডাঙ্গা হাসপাতাল মোড়ের বনলতা ভবনে মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মাহববুব হোসেন মেহেদী। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেনের সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আব্দুল আজীজ, হাসেম আলী, আবুল কাশেম, কাজী আবুল কাশেম, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাদুল হক আশা, কবি হেলাল উদ্দীন জোয়ার্দ্দার, সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মজিবুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম প্রমুখ।আলমডাঙ্গায় শেখ হাসিনার জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল:আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদর্শী এ নেত্রী ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্যে দিয়ে দলকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করে দলকে দেশের নেতৃত্বের আসনে বসাতে সক্ষম হন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানী ও বিদ্যুৎ, বাণিজ্য, আইসিটি ও এসএমই খাতে এসেছে ব্যাপক সাফল্য। এ ছাড়া যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার, পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তিচুক্তি সম্পাদন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিসহ জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তিনি। এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, প্রশান্ত অধিকারী, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, সহসভাপতি হাজি লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম আজম, আমিরুল ইসলাম মণ্টু, লুৎফর রহমান ও সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহ আলম, অ্যাড. বিল্লাল হোসেন, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, আব্দুল কাদের, পৌর কাউন্সিলর যুবলীগের নেতা মতিয়ার রহমান ফারুক, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম, আসাবুল হক ঠা-ু, দিদার আলী, সমীর দে, বিল্লাল হোসেন, মকবুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুল গাফ্ফার, জহুরুল হক স্বপন, পরিমল ঘোস, হাসানুজ্জান হান্নান, আলম হোসেন, ইন্দ্রজিৎ দেব শর্মা, মাসুদ রানা তুুহিন, রানা ম-ল, বাকি বিল্লাহ, আব্দুুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, পৌর ছাত্রলীগের সহসভাপতি নয়ন সরকার, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাইফুর রহমান পিণ্টু প্রমুখ। আলোচনা সভা শেষে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উথলী ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি: বৃক্ষরোপণ ও কেক কাটা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেছে জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল সকাল ১০টায় উথলী ডিগ্রি কলেজ চত্বরে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন। সন্ধ্যায় উথলী বাসস্টান্ডে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর উথলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কফিলউদ্দিন কফিল। সাংগঠনিক সম্পাদক আপন চৌধুরী লাজুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উথলী ইউপির প্যানেল চেয়ারম্যান মঈনুল হাসান মঈন, আলমগীর হোসেন, পলাশ, স¤্রাট, সেলিম, জেমস, ছোটন, রাসেল, সাগর, বিপ্লব প্রমুখ।মেহেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন:প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হেসেন এমপির বাসভবনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করেছেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।  এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আতাউল হাকিম লাল মিয়া, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেনসহ স্থানীয় নেতারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ও দেশের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের কুচক্রী মহল দেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে দিতে চেয়েছিল। কিন্তু নানা প্রতিকূলতার মধ্যে আওয়ামী লীগের হাল ধরেছিলেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হয়ে কীভাবে প্রতিকূলতা জয় করা যায়, তা তিনি দেখিয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।এদিকে, মেহেরপুর পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে কেক কেটে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও তাঁর দীর্ঘায়ু কামনা করে ৭৩তম জন্মদিন পালন করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, শাকিল রাব্বি ইভান, সচিব তফিকুল আলম, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, যুবলীগের নেতা মাহাবুব হসান ডালিম, ইয়ানুচ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। অপর দিকে, মেহেরপুর জেলা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সহসভাপতি আদিব হোসেন আসিফ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকার নাঈম বাইজিদ ও গাংনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্লাবন। পরে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি আসাদুল্লাহ আল গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন আহমেদ, দপ্তর সম্পাদক মো. ইব্রাহীম, উপদপ্তর সম্পাদক কাউছার আলী, গাংনী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকসহ ছাত্রলীগের অন্যান্য নেতা।গাংনীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা:আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে গাংনী উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় গাংনী শহরে অবস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফজলুল হক, সাবেক কৃষিবিষয়ক সম্পাদক শহিদুল শাহ, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান মিণ্টু, জেলা পরিষদের সদস্য মুনছুর আলী এবং গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু। এ ছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসেম আলী, সাবেক যুবলীগের নেতা আব্দুস সালামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতারা।এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পৃথক আয়োজনে গাংনী উপজেলা অডিটরিয়ামে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল শনিবার বিকেলে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার ও বিআরডিবির চেয়ারম্যান আলী আজগর। এ ছাড়াও শিক্ষক নেতা মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগের উপজেলা সভাপতি হাসান রেজা সেণ্টু, সৈনিক লীগের নেতা মুক্তারুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। অপর দিকে, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলামও তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।ঝিনাইদহ:বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ সঞ্জু, অ্যাড. আক্কাচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, অশোক ধর, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হান্নান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, শফিকুল ইসলাম শিমুল, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সালমা ইয়াসমিন, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল প্রমুখ। পরে দোয়া মাহফিলের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।এদিকে, ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল শনিবার বিকেলে আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে তাঁর দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. শহিদুল ইসলাম হিরন। এ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফারুকুজ্জামান ফরিদসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।অপর দিকে, ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে নারীর প্রতি সহিংসতা নিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডপ্রাপ্ত সংগঠন কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)। ‘শুধুমাত্র আইনের শাসন নয়, মানবিক মূল্যবোধই পারে নারীর প্রতি সহিংসতা রোধ করতে’, এ বিষয়ের ওপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রতিযোগিতা করেন কসাসের সদস্যরা। এর আগে কলেজের উপাধ্যক্ষ অশোক কুমার মৌলিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় কলেজের শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, কসাসের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের আয়োজনে গতকাল শনিবার সকালে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে কেসি কলেজ শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সহসভাপতি আবু সুমন বিশ্বাস, খাইরুল ইসলাম টিটন, ফারুক হোসেন, সোহেল রানা, নাহিদ হোসেন, সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপনসহ অন্যরা বক্তব্য দেন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। সেই সঙ্গে তাঁর নেতৃত্বে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান।