চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন

0
6

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে
নিউজ ডেস্ক:‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্য চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মুন্সি আতাউর রহমান ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবিরের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টারস) আবুল বাশার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন করেন। চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মুন্সি আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির, সিনিয়র সার্জারি কন্সালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, জুনিয়র কন্সালটেন্ট ডা. এহসানুল হক তন্ময়, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর নিউটন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক, জেলা পরিষদের সদস্য সহিদুল হক সাহান ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদ, হাসপাতালের সকল ডাক্তার, নার্সসহ সকল কর্মকর্তা-কর্মচারী।
আলমডাঙ্গা:


‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলমডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার সকলের পুষ্টির চাহিদা মেটাতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছেন। অনেকে মনে করেন পুষ্টি চাহিদা মেটাতে শুধু মাংশ, মাছ, ডিম খেতে হবে। কিন্ত আপনাদের মনে রাখতে হবে, মাছ, মাংশ, ডিম বাদেও শাক, সবজিসহ বিভিন্ন জিনিষে প্রচুর পরিমাণে পুষ্টি আছে। এ ব্যাপারে জনগনকে স্বাস্থ্য সচেতন করতে হবে। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদীর গনু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, সহসভাপতি খন্দকার শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম আজম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সেনেটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন। স্বাস্থ্য পরিদর্শক আনিছুর রহমানের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইউসুফ আলী, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা (এমসিএইচ-এফপি) জান্নাতুল ফেরদৌস, স্বাস্থ্য পরিদর্শক আজিজুর রহমান চৌধুরী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মুক্তিনুর রহমান, কেয়ারের মুনসুর আলী, কামাল হোসেন, মজিবর রহমান, মাহবুল ইসলাম, মজনুর রহমান, সামসুজ্জামান, আব্দুস সামাদ, আছলেমা খাতুন প্রমুখ। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক অনুষ্ঠান হিসেবে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, মাইকিং, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান।
মুন্সিগঞ্জ:
আলমডাঙ্গার মুন্সিগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. শেখ লতিফুর রহমান, অফিস সহায়ক সুলতান সালাহ উদ্দিন, স্বপন আলী, এফপিআই পাপিয়া আয়া, সাহিদা খাতুন প্রমুখ।
দামুড়হুদা:
দামুড়হুদায় ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজলা পরিষদের সভাকক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শামিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দীন প্রমুখ। সার্বিক তত্তাবধায়নে ছিলেন সেনেটারী ইন্সপেক্টর জামাত আলী ও স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম।
জীবননগর:


‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, মৎস্য কর্মকর্তা ফরহাদ রেজা, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাজিব হোসেন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকতা লতিকা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন কবির প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন এসআই আনিসুর রহমান।
মেহেরপুর:মেহেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা পুষ্টি সম্বনয় কমিটি ও সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সিভিল সার্জন অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. শাশীম আরা নাজনিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএমএ-এর সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথ, পৌর প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, আরএমও ডা.এহসানুল কবির, ডা. অলোক কুমার দাস, ডা. ফয়সাল আহম্মেদ প্রমুখ। এর আগে সকাল ৯টার দিকে পুষ্টি সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালি বের হয়। জেলা প্রশাসক আতাউল গনির নেতেৃত্বে র‌্যালিটি পৌর ঈদগাহ গেট থেকে শুরু করে সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়। অপরদিকে, মেহেরপুরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে পুষ্টি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৮টি ষ্টল স্থান পেয়েছে।
ঝিনাইদহ:

‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এই শ্লোগানকে প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসানুজ্জামান, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আইয়ুব আলী, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. দুলাল চক্রবর্তী, ঝিনাইদহ সদর আসনের সংসদ সদস্য’র প্রতিনিধি জীবন কুমার বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। বক্তারা, গর্ভবতী মা ও ১ দিন থেকে ৫ বছর বয়সী শিশুদের পুষ্টি বিষয়ে বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।
হরিণাকু-ু:
ঝিনাইদহের হরিণাকু-ুতে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ সপ্তাহব্যাপী অনুষ্ঠানের অংশ হিসাবে গতকাল মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামিনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী, হরিণাকু-ু প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, সহসভাপতি মাহবুব মুরশেদ শাহীন, সাধারণ সম্পাদক জাফিরুল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বছর জাতীয় পুষ্টি সপ্তাহ ৭ দিনব্যাপী ব্যাপক ও বর্ণাঢ্য আয়োজনে পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কোটচাঁদপুর:
“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন”এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে ৭ দিনব্যাপি জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রসূল, উপজেলা কৃষি কর্মকর্তা নুর-ই নবী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. জাহাঙ্গীর ফেরদৌস সুমন, ইউপি চেয়ারম্যান ও সাফদারপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি নওশের আলী নাসির, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান। এছাড়া, উপজেলা স্যানেটারি অফিসার মনিরুজ্জামান শান্তি, বিশিষ্ঠ সমাজ সেবক ও উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান ডাবলুসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজ সচেতনাতায় পুষ্টি উন্নয়নের বুনিয়াদ নিয়ে আলোচনা করেন। এ সেবা চলবে আগামী ২৯ শে এপ্রিল পর্যন্ত।