চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

0
21

নানা আয়োজনে জাতীর জনক শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিউজ ডেস্ক:যথাযোগ্য মর্যাদা ও উচ্ছ্বাসের মধ্যদিয়ে নানা আয়োজনে গতকাল রোববার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।যথাযোগ্য মর্যাদা ও উচ্ছ্বাসের মধ্যদিয়ে নানা আয়োজনে গতকাল রোববার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। গতকাল রোববার সকালে এ উপলক্ষে ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ, র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ৮টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ম্যুরালে প্রথমবারের মতো পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন, মুক্তিযোদ্ধা ও শিশুরা। শেষ মুহূর্তে জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নানসহ নেতৃবৃন্দ, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)। এরপর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী নিবেদন পর্ব শেষ করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্ত্বরে মিলিত হয়। পরে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের অভ্যুদয় ঘটতো না। তাই তিনি বাঙালী জাতিসত্তার আলোক বর্তিকা। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং শিশু দিবস। এই দিনটি শিশুদের জন্য নিবেদিত। আজকের শিশুদের বঙ্গবন্ধুর চিন্তা-দর্শনে প্রাণিত করতে অভিভাবক হিসেবে তাদের সঠিক নির্দেশনা দিতে হবে।’ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মুন্সী আবু সাঈফের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। আলোচনা সভা শেষে জেলা শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় আয়োজন।অপরদিকে, “বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর জীবন করো রঙিন” শীর্ষক প্রতিপাদ্যকে অবলম্বন করে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে কেক কাটা, শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে শেষ হয় শোভাযাত্রাটি।এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খাইরুল আলম, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবীর, বিএমএ’র চুয়াডাঙ্গা জেলার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের চুয়াডাঙ্গা জেলা সভাপতি আরমান আলী শেষ, ডা. ওয়ালীউর রহমান নয়ন, ডা. তারিখ হাসান শাহিন, ডা. পরিতোষ কুমার ঘোষ, ডা. আবুল হোসেনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।পরে হাসপাতালের সম্মেলন কক্ষে সবাইকে সাথে নিয়ে কেক কাটেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খাইরুল আলম। তিনি বলেন- আজকের বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ। যে স্বাধীন দেশ বঙ্গবন্ধু আমাদের উপহার দিয়েছেন এবং সারা বিশ্বে তার উন্মেষ ঘটিয়েছেন তা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে দুর্বার গতিতে। আজ বঙ্গবন্ধুর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানানোর সহজ উপায় হলো তার আদর্শকে মাথায় নিয়ে যে যার অবস্থানে থেকে দেশ এবং দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া।এদিকে, দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বহির্বিভাগে ছিল ফ্রি সেবার কার্যক্রম। হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে উন্নতমানে খাবার পরিবেশন করা হয়। রোগীরা আনন্দের সাথে বলেন, সকালে ছিল ডিম, কলা, চিড়া, রুটি ও চিনি। আর দুপুরের খাবারে ছিল, পোলাও, খাসির মাংশ, ডিম, দই, মিষ্টি ও আপেল। এছাড়াও হাসপাতালের শিশু ওয়ার্ডে আলোকসজ্জার পাশাপাশি ছিল বাড়তি সেবার সুবিধাও।এদিকে, চুয়াডাঙ্গা সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় কলেজের এফএফ হলে এ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও বঙ্গবন্ধু জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ ড. এ কে এম সাইফুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক দেলোয়ার হোসেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির ছাত্র অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান। এ সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অন্যদিকে, ভিকুইন্স পলিটেকনিক ইনস্টিটিউটে গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ায় অবস্থিত ক্যাম্পাসে এ দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. হামিদুল হক মুন্সী, ইনস্টিটিউটের পরিচালক মো. জহুরুল ইসলাম জীম, শিক্ষক মোস্তাফিজুর রহমান, শরিফুজ্জামান চৌধুরী, তহিদুল ইসলাম, মাসুদ রানাসহ শিক্ষার্থীরা।আলমডাঙ্গা:আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথভাবে পালিত হয়েছে। গতকাল  রোববার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাসহ কর্মকর্তাবৃন্দ।এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানসহ কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ভারপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, মইনদ্দিন, নাজিমুদ্দিন, ওয়াজেদ আলী মাষ্টার, ফজলুল হকসহ মুক্তিযোদ্ধাবৃন্দ। থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি, ওসি তদন্ত লুৎফুল কবীরসহ সকল কর্মকর্তাবৃন্দ। এছাড়াও আলমডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ, আল-ইকরা ক্যাডেট একাডেমী, এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, জেএন সরকারী প্রাথমিক বিদ্যালয়, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান পুষ্মমাল্য অর্পন করেন। এরপর এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মোহাম্মদ জকু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিনের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, বিআরডিবির কর্মকর্তা সায়লা সারমীন, ডা. আব্দুল্লাহ হিল কাফি, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, মহিলা কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন টিপু, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা প্রমুখ। সভা শেষে কেক কেটে জন্মদিনের শুভ সূচনা করা হয়। এরপর আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও আলমডাঙ্গা পৌরসভায় বেলা ১১টার দিকে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন পালন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সদর উদ্দিন ভোলা, কাউন্সিলর কাজী আলি আজগার সাচ্চু, আলাল উদ্দিন, জাইদুল ইসলাম, মামুনার রশীদ হাসান, আশরাফ আলী, খন্দকার নাসিম, সিরাজুল ইসলাম, খন্দকার আশাদুল ইসলাম, আব্দুল হামিদ, ক্যাশিয়ার সাবু মিয়াসহ কাউন্সিলার ও সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও পৌরসভার পরিচালিত জান্নাতুল বাকি এতিমখানা লিল্লাহ বোডিংয়ের শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের সভাপতি রাহাত মান্নান। প্রভাষক তাপস রশীদের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যপক মামুন রেজা, মোনায়েম হোসেন, সাইদুর রহমান, মহিতুর রহমান, শেখ শফি উজ্জামান, ইকবাল হোসেন, প্রভাষক ডঃ মাহাবুব আলম, রাশেদুল কবীর, শরিয়ত উল্লাহ, খলিলুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাহাতারা, দিলরুবা শিরিন, লুৎফুন নাহার, মালেকা পারভীন, তাসলিমা খাতুন, শামীমা নাসরিন, হোসনে আরা খায়রুন নেসা কলি, মুসলিমা খাতুন প্রমুখ। আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলে কেক কেটে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন পালন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরোসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিল। এদিকে, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টার দিকে র‌্যালি শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা কমিটির সদস্য শাহ্ আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সহসভাপতি আনিসুর রহমান, সহসভাপতি হামিদুল ইসলাম আজম, সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, আওয়ামী লীগ নেতা, ইন্দ্রজিত দেব শর্মা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আনোয়ার হোসেন মৃধা, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জহুরুল হক স্বপন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ আব্দুর রশিদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি গোপাল মজুমদার, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা খাতুন, মহিলা আওয়ামী লীগের সদস্য ইউপি মেম্বার সুফিয়া খাতুন, রিক্তা খাতুন, রিমু রহমান, মুক্তি খাতুন প্রমুখ।দামুড়হুদা:দামুড়হুদায় র‌্যালি, রচনা, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী  পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরের মুক্তমঞ্চে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা প্রশাসক মাহফুজুর রহমান মনজু, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) গাজী শামীমুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শামিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান আজিজুল হক, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী প্রমূখ। আলোচনা শেষে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিম রেজা। এ ছাড়া দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের পক্ষ থেকে দিবসটি আলাদাভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ৯টার দিকে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জিন্নাত আলী, অধ্যাপক রবিউল ইসলাম, কলেজ গভর্নিং বডির সদস্য ইসমাইল হোসেন, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি কলেজ গভর্নিং বডির সদস্য আশরাফুল আলম, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল প্রমূখ। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মিল্টন কুমার সাহা।জীবননগর:জীবননগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সকালে জীবননগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একই স্থান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমবায় অফিসার মতেহার হোসেন, প্রকল্প কর্মকর্তা সামনুর রহমান, সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা নির্বাচন অফিসার তাইজুল ইসলাম, ইউআরসি জামাল হোসেন, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাজিব হোসেন প্রমুখ। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।মেহেরপুর:“বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন” এই প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে মেহেরপুর জেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসন চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে  নেতৃত্ব দেন জেলা প্রশাসক আতাউল গনি। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ড. সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। এ সময় পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, জেল সুপার কামরুল হুদা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, এ্যাড. মিয়াজান আলী, মুক্তিযোদ্ধা বিষষয়ক সম্পাদক আতাউল হাকিম লালমিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা র‌্যালিতে অংশগ্রহন করে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সহযোগীতায় ছিলেন মেহেরপুর পৌরসভা। পরে শহীদ শামসুজোহা পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তপক অর্পন করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির জনকের ছবিতে পুস্প অর্পন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতাদের মাঝে পুরস্কার বিতরন ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।বারাদী:মেহেরপুর সদরের মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জাতীয় শিশু দিবস পালন শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও কেক কেটে এই দিবস পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বরুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভপতি শামিম ফেরদৌস, বিদ্যুৎ শাহী, সদস্য আ. সাত্তার, নাজিম উদ্দীন, আ.কুদ্দুস, সাংবাদিক সাদ আহাম্মেদ, নজরুল, সহকারী শিক্ষক আ. সামাদ, মাসুদ পারভেজ, মোখলেছুর, কামাল, মোস্তাফিজুর, সাথী, নাছিমা প্রমুখ।মুজিবনগর:মেহেরপুরের মুজিবনগরে সরকারি শিশু পরিবারে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করেছেন বিচারপতি আবু জাফর সিদ্দিক ও এ কে এম জহিরুল হক। গতকাল রোববার দুপুরে তাঁরা মুজিবনগরে পৌঁছান। শিশু পরিবারের শিশুদের সাথে আনন্দঘন পরিবেশে কিছু সময় কাটান তাঁরা। এ সময় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অপর্ণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুজিবনগরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ইব্রাহিম শাহীন, সরকারি কৌশুলি এ্যাড. পল্লভ ভট্টাচার্য, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, চুয়াডাঙ্গা জেলা জজ রবিউল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলার বিচারক ও আইনজীবীরা। অন্যদিকে, মুজিবনগরে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষীকি ও জাতীয় শিশু দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনাসভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুজিবনগর কমপ্লেক্সের ভিতর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, বাগোয়ান ইউপি চেয়ারম্যার আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, সমবায় অফিসার হারুনুর রশিদ, মৎস্য অফিসার শহিদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার বিপ্লব কুমার কু-ু, বিআরডিবি অফিসার আনোয়ার হোসেন, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকারসহ উপজেলার সকল অধিদপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উক্ত র‌্যালিতে অংশ নেন। পরে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গাংনী:গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছে গাংনী উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকালে এ উপলক্ষে উপজেলা শহীদ মিনারে শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন  মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অপরদিকে, গাংনী বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে গাংনী উপজেলা আওয়ামী লীগ ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকনের পক্ষে থেকে ৬০ পাউন্ডের পৃথক দুটি কেক কাটার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের আয়োজিত কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এমপি পত্মী লাইলা আরজুমান বান শিলা, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান বেগম, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল ধুমকেত, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, আওয়ামী লীগ নেতা মনিরুজামান মনি, বামন্দী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল, স্বপন বিশ^াস, ব্যবসায়ী মশিউর রহমান, মিজানুর রহমান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবের প্লাবন, ছাত্রলীগ নেতা আবির হামজা, যুবলীগের মুক্তারুল ইসলাম।  একই সময়ে মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি সাহিদুজামান খোকনের পক্ষে থেকে কেক কাটা হয়। অনুষ্ঠানে কেক কাটেন মহিলা আওয়ামী লীগের নেত্রী এমপি পত্মী লাইলা আরজুমান বানু শিলা। একই অতিথিরা উপস্থিত ছিলেন।ঝিনাইদহ:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঝিনাইদহে শতকণ্ঠে ৭ই মার্চের ভাষন পাঠ করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট এ ভাষণ পাঠ করেন শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর। শিক্ষার্থীদের বজ্রকন্ঠে পাঠ করা ভাষন উপভোগ করে নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিনসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।কোটচাঁদপুর

(ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকালে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোটচাঁদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন, পৌর মেয়র জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা।