নিউজ ডেস্ক:“অভিবাসীর অধিকার মর্যাদা ও ন্যায়বিচার” স্লোগানকে সামনে নিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার পৃথক পৃথকভাবে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, “অভিবাসীর অধিকার মর্যাদা ও ন্যায়বিচার” স্লোগানকে সামনে নিয়ে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৮ পালিত হয়েছে। দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রাচীনকাল থেকেই জীবিকার সন্ধান, আর্থ-সামাজিক, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে মানুষ পাড়ি জমাচ্ছে দেশ থেকে দেশান্তরে। তাই মানব সভ্যতার বিকাশে অভিবাসনের গুরুত্ব অপরিসীম। গন্তব্য দেশের অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ছাড়াও নিজ দেশের অর্থনৈতিক উন্নয়নে অভিবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মনে রাখতে হবে তাদের পাঠানো অর্থে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি করেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মিজানুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মুসফিকুর রহমান। পরে অভিবাসী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা টিটিসির প্রশিক্ষনার্থীদের মাঝে অনুষ্ঠিত রচনা প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ, জেলার সবোর্চ্চ তিনজন রেমিটেন্স প্রদানকারী অভিবাসীর পরিবারের মাঝে পুরষ্কার প্রদান ও অভিবাসী পরিবারের মেধাবী সন্তানদের পুরষ্কার প্রদান করা হয়।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জহির রায়হান, আওয়ামী লীগ নেতা শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, থানার এসআই সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন। উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন বণিক সমিতির যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ সাজেদুল হক মুনি, লিপন বিশ্বাস, মীর লাল্টু, হাজী শামসুল হক প্রমূখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, মেহেরপুর কারিগরী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমূখ। এর আগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মেহেরপুর কারিগরি কলেজের উদ্যোগে র্যালির আয়োজন করা হয়। মেহেরপুর কারিগরি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সকালে র্যালিটি জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসন চত্তরের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে মেহেরপুর কারিগরি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
ঝিনাইদহ অফিস জানিয়েছেম, ‘অভিবাসী অধিকার-মর্যাদা ও ন্যায় বিচার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আছাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার, টিটিসি’র অধ্যক্ষ রুস্তম আলী প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বিদেশে কর্মরত অবস্থায় মৃত ২ জন শ্রমিকের স্বজনদের মাঝে ক্ষতিপুরণের চেক প্রদাণ করা হয়। পরে টিটিসি’র আয়োজনে সেখানে অনুষ্ঠিত হয় অভিবাসী মেলা।