চুয়াডাঙ্গা-ঢাকাগামী কোচে যাত্রীবেশে চোরাচালান ট্রাফিক পুলিশের তল্লাশি থলেই ফেনসিডিল!

0
5

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা থেকে ঢাকা গামী চুয়াডাঙ্গা ডিলাক্স কোচে যাত্রীবেশে ফেনসিডিল চোরাচালানের খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ। পুলিশের উপস্থিতিতে গতিরোধ করে তল্লাশি করতে দেখে বাসের জানালা দিয়ে লাফ দিয়ে ভৌঁ দোড়ে পালিয়ে যায় আসামী। এসময় তার ব্যাগ তল্লাশি করে পাওয়া গেছে ৬১ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন। গতকাল রোববার বেলা সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের ডিঙ্গেদহ বাজারে এ মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।চুয়াডাঙ্গা থেকে ঢাকা গামী চুয়াডাঙ্গা ডিলাক্স কোচে যাত্রীবেশে ফেনসিডিল চোরাচালানের খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ। পুলিশের উপস্থিতিতে গতিরোধ করে তল্লাশি করতে দেখে বাসের জানালা দিয়ে লাফ দিয়ে ভৌঁ দোড়ে পালিয়ে যায় আসামী। এসময় তার ব্যাগ তল্লাশি করে পাওয়া গেছে ৬১ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন। গতকাল রোববার বেলা সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের ডিঙ্গেদহ বাজারে এ মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্বে থাকা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ‘অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়ক নিরাপত্তার নিয়মিত দায়িত্বে প্রতিদিনের ন্যায় রোববার বেলা সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের ডিঙ্গেদহ বাজারে অবস্থান করছিলাম আমরা। গোপনসূত্রে খবর পায় ঢাকা গামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি কোচে যাত্রীবেশে একব্যক্তি ফেনসিডিলের চালান নিয়ে যাচ্ছে। এ সময় সঙ্গীয় ফোর্সসহ তল্লাশী চালানোর সময় বাসের এফ-২ সিটে বসে থাকা যাত্রীর ব্যাগ দেখতে চাইলে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে তার সিটের পাশে রাখা ব্যাগ/থলের মধ্যে থেকে ৬১ বোতল ফেনসিডিল ও তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।’ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. কলিমুল্লাহ, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহবুব কবির, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আহসান জাবীব, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহফুজুর রহমান ও এটিএসআই মোমতাজ হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে হাজির হন এবং ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানের প্রশংসা করেন।এদিকে এ ঘটনায় গতকালই বাদী হয়ে সদর থানার এসআই ইবনে খালিদ স্ট্যালিন একটি মামলা দায়ের করেছেন। জব্দকৃত মোবাইল ফোন ট্র্যাকিং করে মূল আসামী আটকের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।