জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ চুয়াডাঙ্গা ডিলাক্স গাড়িতে মহিলা যাত্রীর শ্লীলতাহানীর উদ্দেশ্যে অশালীন আচরণের জন্য মোঃ আলমগীর হোসেন (৩০) নামের এক যুবককে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঝিনাইদহ হাটগোপালপুর স্থানে পাশের সিটের মহিলা যাত্রীর সাথে অশালীন আচরণ করতে গিয়ে হাতে নাতে ভিকটিম ও বাসের অন্যান্য যাত্রীদের হাতে ধরা পড়ে আলমগীর। এরপর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী বিষয়টি জানতে পেরে পুলিশ ফোর্সসহ ঝিনাইদহ বাস টার্মিনাল মোড়ে অবস্থান করা অবস্থায় ঘটনাটি উদঘাটন করেন। ভিকটিম, যাত্রী সকল এবং বাসের ড্রাইভার ও সুপারভাইজার আসামীকে ম্যাজিস্ট্রেট এর কাছে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালত শ্লীলতাহানির উদ্দেশ্যে সহযাত্রীর সঙ্গে অশালীন আচরণ করায় দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী মোঃ আলমগীর হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আলমগীরের বাড়ী ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নে বলে জানা গেছে।