চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনায় পুলিশ সুপার মাহবুবুর রহমান

0
9

আবেগের জোয়ারে নিজেও কাঁদলেন, সহকর্মীদেরও কাঁদালেন!

নিউজ ডেস্ক:বিদায়বেলায় আবেগের জোয়ারে নিজে কাঁদলেন এবং সহকর্মীদেরও কাঁদালেন। এ কান্না সুহৃদ, শুভাকাঙ্খী ও সহকর্মীদের বিন¤্র শ্রদ্ধা আর নিঃস্বার্থ ভালোবাসার। বলা চলে আবেগের সাগরে ভেসে ভেসে চোখের জলে নিজের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটালেন চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)। দীর্ঘ ১ বছর ১১ মাস দায়িত্বপালন শেষে বদলি আদেশ পেয়ে এবার আরও বৃহত্তর পরিসরে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। তাঁর বিদায় উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজন করা হয় এক সংবর্ধনার। বিদায়ী পুলিশ সুপার মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে সহকর্মীদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের কথা তুলে ধরেন এবং চুয়াডাঙ্গা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ধারাবাহিকতা রক্ষাসহ সবপর্যায়ে উন্নতির ধারা অব্যাহত রাখতে জেলা পুলিশ পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল বাশার ও সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আবু রাসেল। এ ছাড়াও অনুষ্ঠানে জেলার চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি); জেলা গোয়েন্দা বিভাগ, বিশেষ শাখা, ট্রাফিক বিভাগসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা এবং জেলা পুলিশের প্রায় সব সদস্যরা উপস্থিত ছিলেন।