চুয়াডাঙ্গা ঘোড়াঘাটায় বসত বাড়িতে আগুন : নারী দগ্ধ

0
9

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ঘোড়াঘাটা গ্রামে আগুনে পুড়ে একটি বসত বাড়ি ও চারটি ছাগল পুড়ে ভস্মীভূত হয়েছে। এ সময় আগুন নেভাতে গিয়ে শাহিদা খাতুন (৪০) নামের এক নারী আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয় এবং ওই নারীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে গ্রামের শেষপাড়ার নুর মোহাম্মদের বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আহত শাহিদা খাতুন বাড়ির মালিক নুর মোহাম্মদের স্ত্রী।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জোড়াঘাটা গ্রামের মাসুর বাড়িতে তামাক ঘরে তামাক পোড়াচ্ছিল। পাশেই নূর মোহাম্মদের বাড়িতে আগুন ধরে যায়। এ সময় নূর মোহাম্মদের বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাড়িতে থাকা চারটি ছাগল পুড়ে মারা যায়। এ সময় নূর মোহাম্মদের স্ত্রী সাজেদা খাতুন আগুন নেভাতে গেলে তার শরীরে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং শাহিদা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। ফায়ার সার্ভিস কর্মীরা আরো জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।