চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ফুলেল শুভেচ্ছা বিনিময়, শোভাযাত্রা, ও আলোচনা সভার মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসব

0
12

আমাাদের উচিৎ বাঙ্গালীর ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখা -এমপি ছেলুন
নিউজ ডেস্ক:বাংলার প্রকৃতিতে এসেছে বসন্তের ছোঁয়া। ঋতুরাজ বসন্তকে বরণের জন্য প্রকৃতি সেজেছে অপরূপ রূপে। সারাদেশের মতো চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বসন্তকে বরণ করে নেওয়া হয়েছে। বিভিন্ন উৎসব কর্মসূচির মধ্যে ছিল ফুলেল শুভেচ্ছা বিনিময়, রং ছিটানো, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসবে মেয়েরা পোশাকেও জড়িয়েছে বসন্তের রঙ। বাসন্তি রঙের শাড়ির সঙ্গে কেউ চুলের খোঁপায় গুজেছেন হলুদ লাল গোলাপ এবং গাঁদা ফুল। কারো কপালে টিপের সঙ্গে মাথায় ছিল বিভিন্ন রকমের ফুলে জড়ানো টায়রা। ছেলেদের পাঞ্জাবি বা ফতুয়াতেও ছিল বসন্তের সঙ্গে সাদৃশ্যপূর্ণ রঙের পোশাক। বিভিন্ন বয়সী মানুষ অংশ নেয় বসন্তবরণ অনুষ্ঠানে।
চুয়াডাঙ্গা:
পহেলা বসন্ত। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতি সেঁজেছে অপরূপ সাঁজে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বসন্ত বরণ উৎসবের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। বাসন্তি সাঁজে সেঁজে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসবসহ নানা আয়োজনে বসন্ত বরণ করেছে চুয়াডাঙ্গাবাসী। বসন্ত বরণ-১৪২৫ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় বর্ণিল সাজে সজ্জ্বিত হয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় গতে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বাদ্য-বাজনার ছন্দে মেয়েদের হলুদ শাড়ি আর ছেলেদের হলদে পাঞ্জাবী বরণে বাসন্তী শোভাযাত্রাটি পুরো শহরে যেন জানান দেয় আজ বসন্তের দিন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ-কবরী-বড় বাজার-কোর্ট মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজ ও চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
এদিকে, বসন্ত বরণ উপলক্ষে চুয়াডাঙ্গার বিনোদন স্পটেও তরুণ-তরণী, যুবক-যুবতীসহ বিভিন্ন বয়সের মানুষের ঢল নেমেছে। মেয়েদের পরনে হলুদ রঙের শাড়ি, খোপায় গাঁদা ফুল, আবার কারও কারও খোপায় রঙিন ফুলের রিং। ছেলেদের পরনে রয়েছে হলুদ অথবা সফেদ রঙের পাঞ্জাবি। বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে গিয়ে মোবাইল ফোন দিয়েই অনেককে ফটোসেশন সারতে দেখা গেছে। বন্ধুদের নিয়ে জটলা করে মোবাইলের ক্যামেরায় সেলফি তুলেও তা স্মৃতিবন্দি করছেন অনেক তরুণ-তরুণী।
বুধবার বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টেনিস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের প্রাণবন্ত উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল ইমাম হাসান মৃধা ও চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান হক ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘প্রকৃতির দিক থেকে বসন্তকে ঋতুরাজ বলা হয়। আমাদের যতগুলো ঋতু আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর, মানুষের জন্য বন্ধু পরায়ন এবং অত্যন্ত আনন্দের ঋতু হচ্ছে বসন্ত। বসন্তের মধ্যদিয়ে আমাদের যে বাঙালিয়ানা, সেই বাঙালিয়ানায় নিজেদেরকে গড়ে তুলতে পারি, নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারি এবং নিজেদের জীবনটা সব সময় সুসময়ে ভরপুর করে রাখতে পারি।’ তাই আমাাদের উচিৎ বাঙ্গালীর ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখা।
বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ রবিউল ইসলাম বলেন, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্তের দিনে এবার অন্যরকম বসন্ত উদযাপন করছে বাঙ্গালীরা। রঙ্গীন কাপড় আর বর্ণিল সাজে সজ্জিত হয়ে নিজেকে সুন্দর রূপে উপস্থাপনের যে চেষ্টা করছে নবীনরা, ঠিক তেমনি সকলের বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটিয়ে, কাজে লাগিয়ে জাতির সামনে নিজেকে প্রতিষ্ঠিত, জাতিকে সমৃদ্ধ-সম্মানিত করার প্রচেষ্টা চালাতে হবে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম বলেন, কংক্রিটের শহরে জীবন জাপন করা গেলেও বার মাসের এবং ছয় ঋতুর স্বাদ, গন্ধ এবং বাতাস পাওয়া সম্ভব না। বাঙ্গালীর জন্য ঋতুর পৃথক গন্ধ শরীরে মাখানো আবশ্যক। বৈশ্বিক উষ্ণতায় আজ ঋতুর পার্থক্য এবং রূপ হারিয়ে যাচ্ছে। সবার উচিৎ বাঙ্গালীর ঐতিহ্য এবং ইতিহাস ধরে রাখতে পরিবেশের ভারসম্য বজায় রাখতে কাজ করা।’
চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান বলেন, আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় বাংলার মৌসুম ভিত্তিক এ ধরনের অনুষ্ঠানে বাঙালির চিরচেনা রূপ ফুটে ওঠে। দেখে খুব ভালো লাগছে ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির সাথে সাথে আমাদের শিক্ষার্থীরাও সেজেছে বর্ণিল সাজে।
আলোচনা সভার সভাপতি জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ‘আমরা বসন্ত উৎসব পালন করি কিন্তু উৎসব পালনের পাশাপাশি বসন্তের যে প্রকৃতি, এটি যাতে বিপন্ন না হয় সে বিষয়ে আমাদের সচেতনতা বৃদ্ধির এবং কিছু কর্মের আবশ্যকতা রয়েছে। বসন্তকে বাঁচাতে হলে বৈশ্বিক উষ্ণায়ণ মোকাবেলা করতে হবে। একুশ শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বৈশ্বিক উষ্ণায়ণ। এটা মোকাবেলা না করতে পারলে এবং জলবায়ু পরিবর্তনের মাত্রা সহনীয় পর্যায়ে না আনতে পারলে আমাদের ঋতুরাজ বসন্ত হারিয়ে যাবে।’
আলোচনা সভা শেষে টেনিস ক্লাব চত্বরে পিঠা উৎসবে যোগ দেন অতিথিবৃন্দ। চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ ও পৌর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা পিঠা উৎসবে স্টল দেয়। স্টলগুলো ঘুরে দেখা গেল বাঙালি ঐতিহ্যের নানা রকম পিঠা। মুগ সামালি, সরু পিঠা, চন্দ্রপুলি, ধানপিঠা, পাটিশাপটা, পুলি পিঠা, নকশি পিঠা, পাকান পিঠা, জামাই পিঠা, আর্ট পিঠা, ভাপা পিঠা, ঝিনুক পিঠা, দুধপুলি, পায়েস, মাংসের পিঠা, মালপোয়া, ডিমের লজ, লাভেরিয়া, সুজির বরফি, ময়ুরপঙ্খী, রস পিঠা প্রভৃতি পিঠার সমাহার।
কথা হলো উৎসবে অংশগ্রহণ করা চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্টলের সাইফা রহমান বলেন, আমরা এবার বিভিন্ন পিঠা নিয়ে আমাদের স্টল সাজিয়েছি। এর মধ্যে ভাপা, চিতই, পাটিসাপটা, ডিম পিঠা অন্যতম। এছাড়াও ঝুলি, মাংস পিঠা, শামুক পিঠা, সূর্যমুখী, নকশা, পাকন পিঠা। উৎসবে অংশগ্রহণ করা অন্য পিঠা স্টলগুলোতেও ছিল পিঠার বৈচিত্র্য।
পিঠা উৎসব শেষে সন্ধ্যায় বসন্ত বরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গার স্থানীয় শিল্পী ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের মনোমুগ্ধকর গান পরিবেশনায় দর্শকদেরকে মাতিয়ে তোলেন।
এদিকে, ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে প্রকৃতি আজ সেজেছে বর্ণিল সাজে। সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি। পহেলা বসন্ত। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরের ন্যায় এবারও চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের আয়োজনে উদ্যাপন করা হয়েছে বসন্ত বরণ-১৪২৫। গতকাল বুধবার সকাল দশটায় বর্ণিল সাজে সাজানো চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সেমিনার হলে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ। অনুষ্ঠান শেষে পিঠা উৎসবের পুরষ্কার বিতরণসহ বিভাগের বিভিন্ন পরিক্ষা ও প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করেন।
মেহেরপুর:
ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত, বিখ্যাত কবিতার এই লাইনকে স্মরণ করে মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে গতকাল বুধবার সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে বসন্ত বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, সহকারী অধ্যাপক ড. আতিয়ার রহমান, মিরাজ উদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক মুন্সি রাশিদুল হক, প্রভাষক মাহাবুব আলম প্রমুখ। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহিলা কলেজের ছাত্রী নির্জনা, লাজুক, আফিয়া প্রমুখ সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি করেন। এদিকে, বসন্ত বরণ উপলক্ষে সরকারি মহিলা কলেজের শিক্ষকরা হলুদ রং এর পাঞ্জাবী এবং কলেজের শিক্ষার্থীরা হলুদ ও বাসন্তী রং এর বর্ণিল সাজে শাড়ি পরে কলেজ প্রাঙ্গণে সমবেত হলে কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।