চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় গাঁজাসহ আটক-৫

0
10

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও দামুড়হুদা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ ৫ জনকে আটক করেছে। এসময় আটককৃতদের কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল রোববার দামুড়হুদা ঈশ্বরচন্দ্রপুর ও পৌর শহরের বাগানপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- এনামুল হক (৩০), মিনাজ (৪৩), সালাম (৪০), আরিফুল ইসলাম অপু (৪২) ও মোস্তাফা আল মাহমুদ লেলিন (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, চুয়াডাঙ্গা পৌর শহরের বাগানপাড়া এলাকায় ৪ জন ব্যক্তি গাঁজা সেবন করছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই ইবনে খালিদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থালে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বাগানপাড়ার মৃত আলী হোসেনের ছেলে মিনাজ, জাহাঙ্গীর আলমের ছেলে আরিফুল ইসলাম অপু, আব্দুল হকের ছেলে আল মাহামুদ লেলিন ও কালু শেখের ছেলে সালামকে আটক করেন। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
অপরদিকে, দামুড়হুদা থানার পুলিশ পরিদর্শক মোল্লা সেলিমসহ সঙ্গীয় ফোর্স দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার আলমগীরের ছেলে এনামুল হককে আটক করেন। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে এসকল আসামীর বিরুদ্ধে মাদকাদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়।