নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে কাজ করবে তারা
নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে মোতায়েন করা হয়েছে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি। একই সঙ্গে চুয়াডাঙ্গার দু’টি নির্বাচনী এলাকার জন্য ৭ প্লাটুন ও মেহেরপুরের দু’টি নির্বাচনী এলাকার জন্য ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দেশের প্রতিটি জেলায় এ সংক্রান্ত প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকার কথা রয়েছে তাদের। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোপাল চন্দ্র দাস সময়ের সমীকরণকে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। তবে তাদের দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে তেমন কিছু বলতে চাননি। চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ইমাম হাসান মৃধা জানান, চুয়াডাঙ্গায় ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতি প্লাটুনে ২০ থেকে ২৫ জন জওয়ান থাকবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে কাজ করবে তারা। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বলেন, দেশের ৬৪টি জেলাতেই বিজিবি সদস্যরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করবে। কবে নাগাদ বিজিবি দায়িত্ব পালন করতে শুরু করবে কিংবা কত দিন মাঠে থাকবে সে সিদ্ধান্তও নির্বাচন কমিশন দেবেন। ১ হাজার ১৬ প্লাটুনে মোট কতজন থাকছেন সে সম্পর্ক তিনি তাৎক্ষণিকভাবে তথ্য দিতে পারেননি। তবে জানা যায়, বিজিবি’র প্রতি প্লাটুনে সদস্য সংখ্যা থাকবে ৩০ জন করে। সেই হিসেবে মাঠে থাকবেন ৩০ হাজারের মতো বিজিবি সদস্য।গণমাধ্যমের খবর থেকে জানা গেছে, নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, ‘বিজিবি মঙ্গলবার থেকে মোতায়েন করা হয়েছে। নির্বাচনে সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে তারা কাজ করবে।’এদিকে গত ১৫ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ‘জাতীয় নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী ২৪ ডিসেম্বর থেকে মাঠে থাকবে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং জরুরি প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের সহায়তায় তারা গ্রেপ্তার করতে পারবে।’