আ.লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। গতকাল রোববার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনে প্রবেশ মুখে তাকে ফুল দিয়ে বরণ করে নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা। পরে ফিতা কেটে উদ্বোধন করেন ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নতুন ভবন। পরে সিভিল সার্জন ডা. খায়রুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতে বাংলাদেশ প্রভূত উন্নতি সাধন করেছে। মাতৃমৃত্যু, শিশুমৃত্যু হ্রাস, টিকাদান কর্মসূচি, মা ও শিশুর সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন ও কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। তিনি বলেন, আগামীতে সরকার ক্ষমতায় গেলে এই ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে আরো উন্নীত করার চেষ্টা করবেন। তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতে অবিশ্বাস্য ধরণের বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তিত করবেন, তাঁর স্বপ্ন বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য খাতে ডিজিটাল বাংলাদেশ এই অগ্রযাত্রায় ভবিষ্যত বাংলাদেশ হয়ে উঠবে আরো স্বাস্থ্য সৌন্দর্যে উজ্জ্বল। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ পড়ুয়া, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, ডা. পরিতোষ কুমার ঘোষ, ডা. বেলালা হুসাইন, ডা. মাসুদ রানা, জেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি খুস্তার জামিল, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবিরসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, মেডিকেল স্টুডেন্ট ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।