নিউজ ডেস্ক:
করোনাভাইরাস আতঙ্কে ১১ এপ্রিল পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা। তবে কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহের দোকান এ সময়ে খোলা থাকবে। গত শনিবার বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন ও সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত বাড়িয়েছে। ১১ এপ্রিল পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা হবে। তবে এ সময় খোলা থাকবে ওষুধের দোকান, মুদি দোকান, চাল, আটা, কাঁচা বাজার, মাছ-মাংস, ফলের দোকান, সুপারশপ, বেকারি, মোবাইল রিচার্জসহ নিত্যপ্রয়োজনীয় দোকানসমূহ।