চুয়াডাঙ্গায় হোম কোয়ারান্টাইন ছাড়া পেয়েছেন ৪৩২ জন

0
27

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় গত ১৫ দিনে হোম কোয়ারান্টাইন ছাড়া পেয়েছেন ৪৩২ জন। হোম কোয়ারান্টাইনে রয়েছে ৮১ জন ব্যক্তি।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এছাড়া  ১ জনকে আইসোলশনে রাখা হয়েছে।

এ নিয়ে চুয়াডাঙ্গায় মোট হোম কোয়ারান্টাইন ও আইসোলেশনে রাখা হলো ৫১৪ জনকে।  তবে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে  ১ মার্চ এ পর্যন্ত বিদেশ থেকে চুয়াডাঙ্গা এসেছেন ৮২৬ জন।

উল্লেখ্য, বিশ্বের দুইশর বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনা ভাইরাসে আজ সকাল পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৫ হাজার ৮৪০।

এর মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ২৪১ জন মানুষ। আর সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ২৮৬।

করোনার থাবায় সাধারণ মানুষের সঙ্গে বিপর্যস্ত দেশটির স্বাস্থ্য ব্যবস্থাও। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

ভাইরাসটির দোপট থামাতে তিন সপ্তাহের লকডাউন চলছে। এর মাঝে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা।