চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন ও প্রতিবাদ সভা

0
8

এমপি পংকজ নাথের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে
নিউজ ডেস্ক:বরিশাল-৩ আসনের সাংসদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ নাথের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।
জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতির পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, সদর থানা কৃষক লীগের সভাপতি আব্দুল মতিন দুদু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি। এ ছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য সাখায়াত হোসেন টাইগার, পদ্মাবিলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আহমেদ সলিল, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহাবুুল ইসলাম সেলিম, আবু তাহের, সবুজ, আব্দুস সামাদ, অ্যাড. আব্দুল আলিম, আব্দুর রাজ্জাক, খাইরুল বাসার, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াসিম, সাধারণ সম্পাদক মামুন, ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক টোকন, ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম উদ্দীন পিন্টু, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাসুমা আক্তার মিশু, সদস্য রুপভান, জেলা ছাত্রলীগের সদস্য গাজী ইমদাদুল হক সজল, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ, পৌর ছাত্রলীগের নেতা জুয়েল, বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের জেলা কমিটির সভাপতি কানন আহমেদ প্রমুখ। বক্তারা এমপি পংকজ নাথকে হেয় প্রতিপন্ন করে যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করেছেন, তাঁদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।