নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গায় সিনিয়র স্টাফ নার্সসহ পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্স ও দামুড়হুদা উপজেলার তিনজন রয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা তাদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, করোনা আক্রান্ত সন্দেহে গত ৪ মে চুয়াডাঙ্গা জেলা থেকে মোট ২৪ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। আজ প্রাপ্ত ফলাফলে ৬ জনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। বাকি ১৯ জনের রিপোর্ট নেগেটিভ। আক্রান্ত ব্যক্তিদের নিজ নিজ বাসায় আইসোলেশনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নিয়ে আসা হবে।