চুয়াডাঙ্গায় রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহাতাবু জলসায় ডিসি গোপাল চন্দ্র দাস

0
15
?

অতিদ্রুত এ জেলাকে শতভাগ স্কাউটস ঘোষণা করা হবে
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় বাংলাদেশ স্কাউটসের ৩১৫তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনি ও মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মহাতাবু জলসার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশ হলো মা, এই দেশ রক্ষার দায়িত্ব সকলের। আদর্শ সুশৃঙ্খলভাবে স্কাউটসদেরকে আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। স্কাউটসরা সততা ও সহযোগী মনোভাব নিয়ে কাজ করলে সমাজে অপরাধ দমন করা সম্ভব। অতিদ্রুত চুয়াডাঙ্গা জেলাকে শতভাগ স্কাউটস ঘোষণা করা হবে। দায়িক্ত নিয়ে প্রত্যেক ইউনিট লিডারকে কাজ করতে হবে।
মহাতাবু জলসায় বিশেষ অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ।
৩১৫তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের পরিচালক প্রফেসর শহিদুল ইসলামের সভাপতিত্বে মহাতাবু জলসায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াশীমুল বারী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান, প্রভাষক আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার পাপিয়া আক্তার, সুচিত্র রঞ্জন দাস, নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ, সহকারী কমিশনার শিবানী সরকার, খাইরুল ইসলাম, আমজাদ হোসেন প্রমুখ।
চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া ৩১৫তম রোভার স্কাউট ইউনিট লিডার কোর্সে অংশগ্রহণ করে ৪২ জন টিম লিডার। এর মধ্যে দু’জন চুয়াডাঙ্গার বাইরের এবং ৪০ জন চুয়াডাঙ্গার। কোর্সে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের চারজন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ৪২ জন টিম লিডারের মধ্যে ১৩ জন নারী এবং ২৯ জন পুরুষ ইউনিট লিডার।