চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিল-গাঁজা উদ্ধার

0
7

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় পুলিশের নিয়মিত অভিযানে একটি বাস থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। গতকাল বুধবার বিকেলে পুলিশ লাইনসের সামনের সড়কে ট্রাফিক ইন্সপেক্টর আহসান হাবীবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে পুলিশ লাইনসের সামনে ‘রেখা’ পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। কার্পাসডাঙ্গা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী বাসটির একটি সিটের নিচ থেকে অভিনব কৌশলে দুটি বোতলে ভরা সাড়ে তিন লিটার ফেনসিডিল ও বাঙ্কার থেকে এক শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক সাব ইন্সপেক্টর মৃত্যুঞ্জয়, জাহাঙ্গীর আলম, মোকাররম বিশ্বাস প্রমুখ।