চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি: জরিমানা

0
8

 

নিউজ ডেস্ক:মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রির অপরাধে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের মা ফার্মেসীর মালিক ডালিম হোসেনকে (৪০) নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা ড্রাগ সুপারের সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়াশীমুল বারীর নেতৃত্বে মোবাইল কোর্টে তাকে এ দ- দেওয়া হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে অবস্থিত মা ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে জেলার ড্রাগস সহায়তায় অভিযান চালিয়ে ওই সমস্ত মেয়াদউত্তীর্ণ ঔষধ জব্দ করা হয় এবং ফার্মেসীর ডালিম হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় নগদ ১০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়।