নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর শহরের আলোচিত মাদক ব্যবসায়ী রেলপাড়ার বনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে রেলপাড়া এলাকায় বনির নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রোববার আদালতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ আগস্ট বিকেলে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ আরামপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি বাবুকে তাঁর নিজ বাড়ি থেকে ৪৩ বোতল ফেনসিডিল, ৭০টি ফেনসিডিলের খালি বোতলসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ফেনসিডিল সরবরাহকারীদের সন্ধান পায় পুলিশ। রেলপাড়ার আল আমিন শেখের ছেলে রনি ও বনি বাবুর কাছে ফেনসিডিল সরবরাহ করতেন। ওই মামলাতে বনি ও তাঁর ভাই রনিকে পলাতক আসামি দেখিয়ে মামলা করে পুলিশ। গত শনিবার রাতে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (টিএসআই) ওহিদুল ইসলাম ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রেলপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে বনিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার বনি একাধিক মাদক মামলার আসামি। ওই মামলায় অপর আসামি বনির ভাই রনিকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তবে তাঁকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তার বনিকে গতকাল রোববার আদালতে সোপর্দ করলে তাঁকে জেলহাজতে প্রেরণ করেন আদালত।