চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে গাঁজাসহ আটকের পর দুজনকে ৬ মাসের জেল

0
29

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে গাঁজাসহ দুজনকে আটকের পর ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সকাল সাড়ে সাতটা থেকে জেলার বিভিন্ন স্থানে এ অভিযানে নের্তৃত্ব দেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন এবং অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার দেহাটি মাঝেরপাড়া গ্রামে অভিযান চালানো হয় মৃত মুদাসসের রহমানের ছেলে টিপু সুলতানের বাড়িতে (৫৫)। অভিযানকালে তাঁর কাছে ১১০ গ্রাম গাঁজা পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাঁকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।
অপর দিকে, এর ঠিক কিছুক্ষণ পরেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় একই উপজেলার শিয়ালমারি গ্রামে। অভিযানে ওই গ্রামের মৃত মালেকের ছেলে করম আলীর (৫৮) নিজ বাড়িতে তাঁর কাছে থাকা ১ শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তাঁকেও ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন।