নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় শমসের আলী নামের এক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত শমসের আলী (৩৭) চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী মুসলিমপাড়ার মৃত সদর আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারি উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি এসি মোড় রেল ক্রসিং এলাকায় অভিযান চালায়। এ সময় শমসের আলীকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত শমসের আলীকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সহযোগীতায় ছিলেন পেশকার আব্দুল লতিফ ও রোমানা সুলতানা এবং আনসার সদস্যরা।