নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা ও শহর ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে। এ সময় আটককৃতদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ থান হেফাজতে সোপর্দ করা হয়।গতকাল শনিবার চুয়াডাঙ্গা পৌর শহরের মোহাম্মদি শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশ ও বাগানপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সাতগাড়ীর লিখন (২২) ও বাগানপাড়ার পারভেজ হোসেন (২৮)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ সংলগ্ন মোহাম্মদি শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে একজন মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম ও এএসআই শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাড়িয়ে আটক করা হয় শহরের সাতগাড়ী মুনাম হোসেনের ছেলে লিখনকে। এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল।অপরদিকে, শহর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স বাগানপাড়ায় অভিযান চলিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ সাইদুর রহমানের ছেলে পারভেজ হোসেনকে আটক করেন। পরে আটককৃত এ সকল আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা ও আদালতে সোপর্দ করা হয়।