নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের নেতৃত্বে মশক নিধন কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ফগার মেশিন দিয়ে ড্রেনে মশা মারা ওষুধ ছিটান। এ সময় পুরাতন জেলখানার মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান ড্রেনে ওষুধ ছিটানোর পাশাপাশি রাস্তার পাশে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। বিলি করা হয় সচেতনতামূলক লিফলেট। অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান, সহকারী কমিশনার খায়রুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকিসহ জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।