লক্ষাধিক টাকার ক্ষতি : পবিত্র কুরআন শরীফ অক্ষত!
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পাশে রেজিষ্ট্রি অফিসের সামনের দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এদিকে, আগুনে দোকানটি পুরো পুড়ে ছাই হলেও দোকানের ভিতরের থাকা পবিত্র কুরআন শরীফ অক্ষত অবস্থায় রয়েছে। চুয়াডাঙ্গা শহরের রেজিষ্ট্রি অফিসের সামনে দোকানের মালিক ফিরোজ আলীর পুড়ে যাওয়া দোকানের মধ্যে এ পবিত্র কুরআন শরীফটি অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ৪টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পাশে রেজিষ্ট্রি অফিসের সামনের একটি কাঠের টোমের দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটে। শহরে পাহারাদার প্রথমে বিষয়টি দেখে চিৎকার চেচামেচি শুরু করে। পরে প্রেসক্লাবের সামনের বাড়ির সদস্যরা ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেয়। ভোর সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। প্রায় ১০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
প্রত্যাক্ষদর্শীরা জানান, ভোরে রেজিষ্ট্রি অফিসের সামনে একটি চা’য়ের দোকানে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। পরে ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিলে তার এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খালিদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের দু’টি ইউনিট প্রায় ১০ মিনিট ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনি। আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখানে কোনো ইলেকট্রিসিটি নেই তাছাড়া আগুন লাগার মত কোনো কিছু পাওয়া যায়নি। তাই আগুন লাগার সঠিক সূত্রপাতটি বলতে পারছিনা। এ দোকান ছাড়াও একটু দুরে পাশের একটি সেডে আগুন লেগে যায়। এতে করে বোঝা যাচ্ছে আগুন লাগার ঘটনাটি রহস্যহনক।
সকালে ওই দোকানের মালিক ফিরোজ আলী ঘটনাস্থলে উপস্থিত হলে তার সাথে কথা বললে তিনি জানান, আমি গরিব মানুষ। এখানে একটি কাঠের টোম নিয়ে চা, পান, সিগারেটসহ বেকারির খাবার বিক্রি করি। রাতের বেলা কে বা কারা আমার দোকানে আগুন লাগিয়ে আমার এত বড় ক্ষতি করলো! এ ঘটনায় তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এদিকে, অগ্নিকা-ের ঘটনায় দোকানের ভিতরে থাকা সব মালামালসহ দোকান পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কুরআন শরীফ। এ সংবাদটি এলাকার ছড়িয়ে পড়লে কুরআন শরীফটি এক নজর দেখার জন্য প্রেসক্লাব পাশে ভিড় জমায় উৎসুক জনতা।