নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে অবস্থিত গ্রিন লাইফ মেডিকেল সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গ্রিন লাইফ মেডিকেল সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করেছেন মোবাইল কোর্ট। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারী।
জানা যায়, ডা. আনোয়ার হোসেন রাজীব নিজেকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজের চিকিৎসক পরিচয়ে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে অবস্থিত গ্রিন লাইফ মেডিকেল সেন্টার ক্লিনিকে রোগী দেখতেন। রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন এবং তাঁর এফসিপিএস ডিগ্রি আছে বলেও দাবি করতেন তিনি। কিন্তু এনএসআইয়ের অনুসন্ধানে বেরিয়ে আসে, তিনি এফসিপিএস সম্পন্ন করেননি এবং এমবিবিএস সম্পন্ন করেছেন একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াশীমুল বারী মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ভুয়া চিকিৎসক ও ক্লিনিককে জরিমানাসহ সিলগালা করেন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন এনএসআইয়ের সহকারী পরিচালক লুৎফুল কবির, তপু কুমার ভৌমিক ও পর্যবেক্ষক নজরুল ইসলাম।