চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার গোবরগাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শ্যমলী খাতুনের মৃত্যু হযেছে। গতকাল মঙ্গবার দুপুরে সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের দক্ষীণপাড়ায় এ ঘটনা ঘটে। গৃহবধু শ্যামলী খাতুন (২৮) ওই এলাকার শফিক উদ্দীনের স্ত্রী। ঘটনার বর্ণনা দিতে গিয়ে শ্যামলী খাতুনের দেবর হাবিবুর রহমান বলেন, গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে গোসল শেষে বাড়ির উঠনে টিনের বেড়ায় ভেঁজা কাপড় শুকাতে দেয় শ্যামলী খাতুন। টিনের বেড়ার পাশ দিয়ে বিদ্যুতের সংযোগ যাওয়ার কারনে বিদ্যুতের তার লিক হয়ে টিনে বিদ্যুতায়ীত হয়। ভেঁজা কাপড় শুকানোর সময় শ্যামলীর শরীরে বিদ্যুতায়ীত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরাবারের অন্যান্য সদস্যরা শ্যমলী খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতারের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীম কবীর শ্যামলী খাতুনকে মৃত বলে ঘোষনা করেন।