চুয়াডাঙ্গায় বিএনপি নেতা শরীফুজ্জামানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
38

নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। জনপ্রিয় এই নেতার রোগমুক্তি কামনায় গতকাল মঙ্গলবার মাগরিব নামাজের পরে চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ কয়েকদিন যাবত অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। মাহফিলে দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভিজে স্কুল মসজিদের পেশ ইমাম। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, আবু বক্কর সিদ্দিক আবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহামুদুর রহমান পল্টু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা বিএনপির নেতা মনিরুজ্জামান লিপটন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম বিপ্লব, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, কুদ্দুস মহলদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, সদর থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক তরিকুল আলম জোয়ার্দার বিলু, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা যুবদলের সদস্য নাজমুল হক নাজমুল, আব্দুর রশিদ, বেল্টু মেম্বার, হাফিজুর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি হাফিজুর রহমান মুক্ত, শামসুল হক ঝন্টু, প্রচার সম্পাদক মাবুদ সরকার, অর্থ সম্পাদক হাবিবুর রহমান রাজিব, তাতী বিষয়ক সম্পাদক মহাসিন আলী, সদর থানা যুবদলের নেতা ইমরান মহলদার রিন্টু, হাফিজুর ইসলাম হ্যাপি। এছাড়াও উপস্থিত ছিলেন, রুবেল হাসান, আব্দুল সামাদ, ইনামুল হক ইমন, তুহিন ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, আরিফ আহমেদ শিপলব, জেলা ছাত্রদলের নেতা এমএইস মোস্তফা, শাহাবুদ্দিন, সোহেল সিদ্দিকী সোহেল, জিতু হাসান, রফিক, আরিফুল, ছোটন, আকাশ, আবিদ, রাসিব, শাকিল।