চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ হল পশু, মামার কারাদন্ড !

0
18

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী। গতকাল দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ঘটনায় ওই কিশোরীর মামা বিপুলকে পাঁচ দিনের কারাদ- দেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলায় এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী অভিযান পরিচালনা করেন বাল্যবিবাহের আয়োজক ওই কিশোরীর মামার বাড়িতে। সেখানে বাল্যবিবাহের প্রমাণ পাওয়ায় কিশোরীর মামা বিপুলকে পাঁচ দিনের কারাদ- দেন তিনি। বিপুল তালতলার বিশারত আলীর ছেলে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার ইউএনও ওয়াশীমুল বারী বলেন, বাল্যবিবাহের আয়োজন করায় কিশোরীর মামা বিপুলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিনের কারাদ- প্রদান করা হয়েছে। বাল্যবিবাহ থেকে কিশোরীটি রক্ষা পেয়েছে। তিনি আরও বলেন, ‘যেখানেই বাল্যবিবাহ হচ্ছে বা হবে, এ সংবাদ আগে প্রশাসনকে দিন। তাহলে বাল্যবিবাহ থেকে হাজারো কিশোরী রক্ষা করা যাবে বা রক্ষা পাবে।’