চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত-৪

0
16

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার পৃথক তিনটি স্থানে এ সড়ক দুর্ঘটনার ঘটে। এ সময় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহতরা হলো- দামুড়হুদা উপজেলার উজিরপুর দক্ষিণপাড়ার মৃত খোরশেদ মালের ছেলে ইসমাইল হেসেন (৬০), ইসমাইল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (১৩), আলমডাঙ্গার জামজামি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজান ও দামুড়হুদার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামের সিরাজুল ইসলাসের ছেলে সজিব (১৮)।
জানা যায়, মঙ্গলবার সকালে দৌলাতদিয়াড় মাদ্রাসা থেকে নিজ ছেলে মোহাম্মদ আলীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার সময় ফকিরপাড়া তাল্লু মিলের সামনে একটি ছাগল মোটরসাইকেলর সামনে চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা একটি পাওয়াট্রিলারে ধাক্কা মারলে ইসমাইল হোসেনে ও ছেলে মোহাম্মদ আলী গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে, চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স থেকে মোটরসাইকেলযোগে জামজামি পুলিশ ক্যাম্পে ফেরার পথিমধ্যে চুয়াডাঙ্গার পিটিআই মোড় সংলগ্ন এলাকায় একটি পাখিভানের সাথে ধাক্কা লাগলে এসআই মিজান রাস্তার উপর ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধর করে চুয়াডাঙ্গা সদর হাসাপতালে নিয়ে আসে। এসআই মিজানের শরীরের আঘাত গুরুত্বর না হওয়ায় হাসপাতালে জরুরী বিভাগ থেকে তাৎক্ষনিক চিকিৎসা নিয়ে ফিরে যায়।
অপরদিকে, নিজ গ্রাম থেকে পাখিভ্যানযোগে জয়রামপুর রেলস্টেশনে যাওয়ার সময় স্টেশনের নিকটে পৌছালে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সাথে ধাক্কা মারলে সজিব গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা সজিবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।