চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

0
14

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে হায়দার হোসেন (৫৫) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে তাঁর মরদেহ ভেসে ওঠে। নিহত হায়দার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলোর ডিহি কেষ্টপুর গ্রামের মৃত সাধু জোয়ার্দ্দারের ছেলে।
জানা যায়, ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হায়দার হোসেন গতকাল সকালে পুকুরে গোসলের জন্য বাড়ি থেকে বের হন। অনেক সময় পার হয়ে গেলেও বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের মধ্যে হায়দার হোসেনের মরদেহ ভেসে ওঠে। পরিবারের সদস্যদের ধারণা পুকুরের গোছলের সময় ব্রেইন স্ট্রোক করার ফলে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। এর পূর্বেও হায়দার হোসেন দুইবার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহি কেষ্টপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।