নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার সাহেবনগর গ্রামে কপিভর্তি পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন (১০) নামের এক শিশু রক্তাক্ত জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। আহত শিশু ইয়াসিন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের পুটিমারিপাড়ার আব্দুল তুফানের ছেলে। গতকাল রোববার বিকাল ৫টার দিকে নিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল বিকালে শিশু ইয়াসিন নিজ এলাকায় সাইকেল চালাচ্ছিল। এসময় সামনে থেকে আসা একটি কপিভর্তি পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু ইয়াসিনের হাতের উপর দিয়ে পিকাপের চাকা চলে যায় এবং রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা শিশু ইয়াসিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বাম হাতটি শরির থেকে বিচ্ছিন্ন করেন। তিনি বলেন, শিশু ইয়াসিন অবস্থা আশংকাজনক। তার শরিরের বিভিন্নস্থানে সামান্য আঘাত হলেও তার বাম হাতটি শরির থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।