নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত গ্রেনেড বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে ঘোড়ামারা ব্রিজ এলাকায় অত্যান্ত সতকর্তার সঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে এ বোমটি নিষ্ক্রিয় করা হয়।
জানা গেছে, গত ২০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক আহসানুর রহমান ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ী হিজড়াপাড়াস্থ আকুব্বরের বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড বোমা সদৃশ বস্তু উদ্ধার করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় ওই দিনেই একটি সাধারণ ডায়েরি করা হয়। যার নম্বর ৭৩৮।
আদালতের নির্দেশে যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মেহেদী হাসান রায়হানের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ টিম উদ্ধারকৃত কথিত গ্রেনেড-বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবির প্রমুখ।
এদিকে, বোমটি নিষ্ক্রিয় করার পর সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে আপ্যায়ন করেন। একই সঙ্গে তিনি ডিসপোজাল ইউনিটকে সৌজন্য উপহার প্রদান করেন।