নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার সুপারশপ বিগ বাজারের বিরুদ্ধে প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য বিক্রয়ে কারচুপির অভিযোগ পাওয়া গেছে। নির্ধারিত মূল্যে ১২০ পৃষ্ঠা উল্লেখিত খাতায় দেওয়া হচ্ছে ৯০-৯৪ পৃষ্ঠা। এক বিশ্ববিদ্যালয় ছাত্রের এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বিগ বাজারের মালিক আজিজুল হককে আট হাজার টাকা অর্থদ- করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত বুধবার বেলা দুইটার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সহকারী পরিচালক সজল আহমেদ জানান, সম্প্রতি খাতা কিনতে গিয়ে একজন বিশ্ববিদ্যালয় ছাত্র প্রতারণার শিকার হয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে আবেদন করেন। তিনি আবেদনে উল্লেখ করেন, বিগ বাজারের নির্ধারিত মূল্যে ১২ পৃষ্ঠার একটি খাতা ক্রয় করেন। কিন্তু তাতে ১২০ পৃষ্ঠার বিপরীতে ৯০ পৃষ্ঠা পাওয়া যায়। এতে তিনি প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করলে, তা আমলে নিয়ে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। এ সময় অভিযোগের সত্যতা মিললে বিগ বাজারের স্বত্বাধিকারী আজিজুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।