চুয়াডাঙ্গায় নিউমোনিয়ায় আক্রান্ত দুই শিশুর মৃত্যু

0
10

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একই দিনে নিউমোনিয়ায় আক্রান্ত দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটি মারা যায়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড়ের আদালত আলীর পাচ মাসের শিশুপুত্র শান্ত ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। ভর্তির একদিন পরেই গতকাল ভোরে শিশুটির মৃত্যু হয়।
অপর দিকে, দামুড়হুদা উপজেলার নতুন গ্রামের হারুনুর রশীদের ছয় মাসের শিশুকন্যা জেসমিন ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন অসুস্থ্য। শিশুটির অবস্থা হঠাৎ করে অবনতি হলে পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।