চুয়াডাঙ্গায় নতুন ৭ জন আক্রান্ত, সুস্থ ৩২ জন

0
26

নিউজ ডেস্ক:দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৮৯২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫৫২ জনে। মোট শনাক্ত ৩ লাখ ২৯ হাজার ২৫১ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৩৬ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ২৭ হাজার ৮০৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৪২টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৯৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৬৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯ দশমিক ১৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২ জন।

চুয়াডাঙ্গায় নতুন আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১২ জন। গতকাল চুয়াডাঙ্গায় নতুন ৩২ জনসহ এ পর্যন্ত মোট ৯৩০ জন সুস্থ হয়েছেন। নতুন শনাক্ত ৭ জনের মধ্যে সদর উপজেলার ৩ জন, আলমডাঙ্গা উপজেলার ৩ জন ও দামুড়হুদা উপজেলার ১ জন রয়েছেন। ৭ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। বয়স ২৬ থেকে ৬৩ বছরের মধ্যে।

জানা যায়, গত সোমবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ২৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠায়। গতকাল উক্ত নমুনার মধ্যে ২৩টি নমুনারই ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৭টি নমুনার রিপোর্ট পজিটিভ ও বাকি ১৬টি নমুনার রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৩১টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২০টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৪টি ও জীবননগর উপজেলা থেকে ৭টি নমুনাসহ সংগৃহীত ৩১টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। গতকাল সুস্থ ৩২ জনের সদর উপজেলার হোম আইসোলেশন থেকে ২১ জন ও জীবননগর উপজেলার হোম আইসোলেশন ১১ জন সুস্থ হয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, চুয়াডাঙ্গায় নতুন করে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তাঁদের সার্বিক খোঁজখবর নিয়ে হোম আইসোলেশন অথবা প্রাতিষ্ঠানিক আইসোলেশন নিশ্চিত করা হবে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ১৮৬টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৫০টি, পজিটিভ ১ হাজার ৩১২টি ও নেগেটিভ ৩ হাজার ৭৩৮। গতকাল নতুন ৩২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৯৩০ জন ও মৃত্যু ৩১ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৩১৬ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ২৪ জন।