চুয়াডাঙ্গায় নতুন করে ৬ জন হোম কোয়ারেন্টিনেঃ বিদেশ ফেরত ৩৮৯ জনের খোঁজে পুলিশ

0
26

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নতুন করে ৬ জনসহ ২৮৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এছাড়া করোনা আক্রান্ত একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এর বাইরে করোনার কোন লক্ষণ না থাকায় ছাড়া পেয়েছেন ১৫৩ জন ব্যক্তি। ।

আজ রবিবার সকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এ নিয়ে জেলায় হোম কোয়ারান্টাইনে রাখা হলো ৪৩৭ জনকে। এর মধ্যে ছাড়া পেয়েছেন ১৫৩ জন। তবে ৫ মার্চ থেকে এ পর্যন্ত বিদেশ থেকে এসেছেন ৮২৬ জন ব্যক্তি। প্রায় আরো ৩৮৯ জন ব্যক্তিকে হোম কোয়ারান্টাইের আওতায় আনা যায়নি। তাদেরকে প্রশাসনের কর্মকর্তারা সনাক্তের চেষ্টা করছেন।