চুয়াডাঙ্গায় দূর্গোৎসবের নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত    

0
25

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি:

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাৎসব উপলক্ষে চুয়াডাঙ্গায় পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

 

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সকল পূজামণ্ডপের সভাপতি ও সেক্রেটারি, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) জনাব কনক কুমার দাস, আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ ওসি আবু জিহাদ ফকরুল আলম, দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ ওসি আব্দুল খালেক,জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ ওসি সাইফুল ইসলাম, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ ওসি মাহাব্বুর রহমান কাজল, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ ওসি আলমগীর কবির-সহ বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বলেন সার্বজনীন সারদীয় দুর্গোৎসবকে ঘিরে জেলা আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। দূর্গা উৎসবকে ঘিরে কোন ধরনের বিশৃঙ্খলা না হয় সে লক্ষে জেলা পুলিশ ও সকল উপজেলা থানা পুলিশ সজাগ দৃষ্টি রাখবে। এবার পূজা মন্ডপগুলোতে নিরাপত্তার দিক বিবেচনা করে তিন ভাগে ভাগ করা হয়েছে বলেও তিনি জানান।