নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার সরকারি আদর্শ মহিলা কলেজপাড়ায় পুকুরে হাত ধোয়াকে কেন্দ্র করে দুই স্কুলছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- চুয়াডাঙ্গা কেদারগঞ্জের আব্দুল মান্নানের ছেলে তুষার আহমেদ (১৭) ও একই এলাকার আশরাফুল হোসেনের ছেলে ইমন (১৪)। তুষার চুয়াডাঙ্গা আদর্শ স্কুলের নবম শ্রেণীর ছাত্র ও ইমন আদর্শ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহত তুষার জানায়, বৃহস্পতিবার বিকালে কেদারগঞ্জে মোহাম্মদ আলীর বাড়িতে একটি দোয়া মাহফিলের অনুষ্ঠান ছিল। সেখানে তারা দোয়া মাহফিল থেকে ফেরার পথে চাঁদের গর্ত নামক স্থানে একটি পুকুরে হাত ধুতে যায়। সেখানে হাত ধোয়াকে কেন্দ্র করে সিএন্ডবিপাড়ার শাওন, পিয়াল, ইকরামুল, বাবু, হৃদয় ও আরো ৪/৫ জনের সাথে বাকবিত-া হয়। বাকবিত-ার একপর্যায়ে শাওন, পিয়াল, একরামুল, বাবু, হৃদয় দা দিয়ে কুপিয়ে তুষার ও ইমনকে গুরুত্বর জখম করে। এতে তুষার ও এমন গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে আহত তুষারের বাবা আব্দুল মান্নান বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করে।