চুয়াডাঙ্গায়-দামুড়হুদা সড়কে মোটরসাইকেল-আলমসাধুর মুখোমুখী সংঘর্ষ দুই নারী নিহত, একজন আহত

0
21

নিউজ ডেস্ক:দামুড়হুদায় মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখী সংঘর্ষে এক অন্তসত্ত্বা নারীসহ একই পরিবারের দুইজন মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের কোষাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের জিনারুল আলীর স্ত্রী তানিয়া খাতুন (২৫) ও তাঁর অন্তঃসত্ত্বা ননদ রোমানা খাতুন (২২)।

গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক মনির হোসেন (৩৫)। দামুড়হুদায় মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখী সংঘর্ষে এক অন্তসত্ত্বা নারীসহ একই পরিবারের দুইজন মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের কোষাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের জিনারুল আলীর স্ত্রী তানিয়া খাতুন (২৫) ও তাঁর অন্তঃসত্ত্বা ননদ রোমানা খাতুন (২২)। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক মনির হোসেন (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে হাতিভাঙ্গা এলাকায় যাচ্ছিলেন একই পরিবারের মনির হোসেন, তানিয়া খাতুন ও রোমানা খাতুন। পথের মধ্যে কোষাঘাটা এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ধান বোঝাই আলমসাধূর সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরও দুই আরোহী গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আরসালান গুরতর আহত তানিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন ও আহত দুজনকে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করেন। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান মোটরসাইকেলের আরেক আরোহী অন্তঃসত্ত্বা রোমানা খাতুন।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আরসালান বলেন, রাত সাড়ে ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগে নেওয়ার পূর্বেই এক নারীর মৃত্যু হয়।

অপর দুজনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। এ বিষয়ে সদর হাসপাতালের ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুব এ খোদা বলেন, রোমানা খাতুনের আঘাত গুরুতর ছিল। জরুরি বিভাগে থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাঁকে ওয়ার্ডে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় একই দুর্ঘটনায় আহত আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হবে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুনুর রশিদ জানান, দামুড়হুদার কোষাঘাটা বটতলা এলাকায় একটি ট্রাক বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল, যার রেজিস্ট্রেশন নম্বর চুয়াডাঙ্গা ল-১১-৫৯৩৯। ধারণা করা হচ্ছে দাঁড়িয়ে থাকা ট্রাকটির কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, দামুড়হুদা থানার কোষাঘাটা বটতলা এলাকায় মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের দুই নারী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।