চুয়াডাঙ্গায় দরিদ্র কৃষকের জমির ধান দিল জেলা পুলিশ

0
17

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের এক দরিদ্র কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিল চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার নবগঙ্গা খালপাড়া মাঠে তারা ওই দরিদ্র কৃষকের এক বিঘা জমির ধান কেটে দেয়।
জানা গেছে, করোনাভাইরাসের কারণে লকডাউন করা হয়েছে হাজরাহাটি গ্রাম।

ওই গ্রামের দরিদ্র কৃষক তানজিলুর রহমান অর্থের অভাবে নবগঙ্গা খালপাড়া মাঠের পাকাধান কাটতে পারছিলেন না। তা ছাড়া গ্রাম লকডাউন হওয়ায় শ্রমিকও পাচ্ছিলেন না। বিষয়টি চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামকে জানান তিনি। পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিষয়টি অনুধাবন করে জেলা পুলিশের একটি চৌকস টিমকে দরিদ্র কৃষক তানজিলুর রহমানের ধান কেটে ঘরে তুলে দেওয়ার নির্দেশ দেন।

নির্দেশনা পেয়ে গতকাল মঙ্গলবার সকাল থেকে জেলা পুলিশের ২০ সদস্য কৃষকের জমির ওই ধান কেটে দেন। ধানকাটায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) কনক কুমার দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

অতিরিক্তি পুলিশ সুপার আবু তারেক বলেন, দরিদ্র কৃষক অর্থের অভাবে ধান কাটতে পারছেন না বলে বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে ওই কৃষক জানান। করোনাভাইরাসের কারণে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে আছে। ধানগুলো শুকানো হলে ঝেড়ে দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।