চুয়াডাঙ্গায় ডেঙ্গু জ্বরে কৃষক আক্রান্ত

0
10

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে সবদুল ইসলাম (৫০) নামের এক কৃষক। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত সবদুল ইসলাম জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের রাজধানী পাড়ার মৃত জীনদার ম-লের ছেলে। জানা যায়, গত রোববার থেকে নিজ বাড়িতে অবস্থানকালে জ্বরে আক্রান্ত হন সবদুুল ইসলাম। তিন দিনেও জ্বর না কমায় গতকাল জীবননগরের রকিবুল ইসলাম নামের এক চিকিৎসকের নিকট গেলে তিনি সবদুলের সঠিক রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষা করতে বলেন। পরীক্ষা করলে তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ তাঁর পরীক্ষার রিপোর্টসাপেক্ষে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ডেঙ্গু জোনে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ডেঙ্গু জোনে আক্রান্ত সবদুল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ডেঙ্গু জোনে চিকিৎসাধিন অবস্থায় ছিলেন।