শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সম্রাট (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সম্রাট সমবায় নিউমার্কেটের একটি দোকানে কাজ করতো। শনিবার রাতে কাজ শেষ
করে সম্রাট বাড়ি ফিরছিলেন। ফার্মপাড়া রেলগেটে এসে দেখেন চুয়াডাঙ্গা থেকে
দর্শনামুখী একটি মালবাহী ট্রেন অতিক্রম করছে। সম্রাট অপর লাইনের ওপর
দাঁড়িয়ে ট্রেনটির পার হওয়ার অপেক্ষা করছিলেন।
এমন সময় হঠাৎ ছুটে আসে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস মালবাহী
ট্রেনের শব্দের কারণে সীমান্ত এক্সপ্রেসের শব্দ বুঝতে না পেরে ওই লাইনের
ওপরই দাঁড়িয়ে ছিলেন তিনি।
এ সময় সীমান্ত এক্সপ্রেসের ধাক্কায় প্রায় ১শ মিটার সামনে গিয়ে পড়েন
সম্রাট। পরে তার শরীরের ওপর দিয়ে চলে যায় আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস।
কোমর থেকে দ্বিখণ্ডিত হয়ে যায় সম্রাটের দেহ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফার্মপাড়া লেভেল ক্রসিংয়ে কোনো গেট না
থাকলেও ট্রেনের চালককে সংকেত দেয়ার জন্য সবসময় একজন করে দায়িত্বে থাকেন।
তবে শনিবার রাতে সংকেত দেয়ার জন্য কেউ আসেননি। গেটম্যান ছিলেন নিজের ঘরে।
দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের এসআই রইস উদ্দিন শরীফ জানান, খুলনা থেকে
ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু
হয়েছে। রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের
মর্গে প্রেরণ করেন। # #