সাবান দিয়ে হাত ধোয়ার ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে
নিউজ ডেস্ক:‘সকলের হাত পরিচ্ছন্ন থাক’ এবং ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনে চুয়াডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গার পৃথক স্থানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।চুয়াডাঙ্গা:নানা আয়োজনে চুয়াডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘সকলের হাত পরিচ্ছন্ন থাক’ এবং ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে ডিসি সাহিত্য মঞ্চে হাত ধোয়া প্রদর্শন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে পারলে প্রায় ২০টি রোগের হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। সাবান দিয়ে দুই হাত ভালোভাবে কচলিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে। ছয় ধাপে হাত ধোয়া সম্পন্ন করলে জীবাণুমুক্ত হওয়া যায়। এ ছাড়াও প্রত্যেক পরিবারে শিশুসন্তানদের ছোটবেলা থেকেই মল-মূত্র ত্যাগের পর ও খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে। অনেক বাচ্চার অকারণে আঙুল চোষা, এমনকি স্থান-কাল-বয়স-নির্বিশেষে অনেকেরই যখন-তখন চোখ, মুখ, কান, নাকে হাত দেওয়া ও ঘষা স্বভাবে পরিণত হয়েছে। এ বিষয়গুলো যেমন শিষ্টাচারবহির্ভূত, একই সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্যরক্ষার জন্যও হুমকিস্বরূপ। সাবান দিয়ে শুধু হাত ধুলেই চলবে না, এ ধরনের দৃষ্টিকটু বদ-অভ্যাস থেকেও সরে আসতে হবে। জেলা প্রশাসক আরও বলেন, ‘উন্মুক্ত প্রান্তর বা খোলা জায়গায় মলমূত্র ত্যাগ পরিহার, পয়ঃবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন ব্যবহারে উদ্বুদ্ধকরণের মাস এটি। যেখানে-সেখানে মলত্যাগ, টয়লেটের বর্জ্য পাইপের মাধ্যমে খাল-বিল, নদী-নালা, ডোবায় ফেলার অভ্যাস থেকে আমরা আরও আগেই সরে আসতে পেরেছি। এখন পল্লি অঞ্চলেও সব পরিবারে অন্তত একটি হলেও স্বাস্থ্যসম্মত টয়লেট পাওয়া যাবে। পুরো দেশই শতভাগ স্যানিটেশন কাভারেজের আওতায় এসে গেছে। এ ব্যাপারে আমরা প্রতিবেশী দেশগুলো অপেক্ষা অনেক বেশি এগিয়ে আছি। এটাকে ধরে রাখতে হবে, সাবান দিয়ে হাত ধোয়ার ব্যাপারেও সচেতন হতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল। আলোচনা সভা শেষে বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।জীবননগর:‘সকলের হাত পরিচ্ছন্ন থাক’ এবং ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ এ প্রতিপাদ্যে জীবননগরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরের বটতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, ব্র্যাক দাবির এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোস্তাক আহম্মেদ, প্রগতি এরিয়া ম্যানেজা আক্তারুজ্জামান, এসসিডিপির কর্মকর্তা শাজাহান মোল্লা, ব্র্যাক ওয়াশ কর্মসূচির সংগঠক আলমগীর হুসাইন, সহকারী নাসিমা খাতুন, গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাজিব হোসেন রাজু। আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হয়।