যারা নেতৃত্ব দিয়ে উঠে আসবে তারাই প্রকৃত ছাত্রলীগ
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বড় বাজার, কোর্ট মোড়, কলেজ রোড, কবরী রোড হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। ৫২’র ভাষা আন্দলোন থেকে শুরু করে ৭১’র মহান স্বাধীনতাযুদ্ধেও ছাত্রলীগের ভূমিকা অপরিসীম। যারা ছাত্রলীগ থেকে নেতৃত্ব দিয়ে উঠে আসবে তারাই একমাত্র প্রকৃত, তা ছাড়া সব ভুইঁেফাড়। আমি ছাত্রলীগের সাথে সব সময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। তোমাদের এই ঐক্যবদ্ধ দেখে আমি আনন্দিত, তোমাদের সকলের মঙ্গল কামনা করি। সেই সাথে প্রত্যেকের লেখাপড়া চালিয়ে যেতে হবে। মনে রাখবে একজন ছাত্রই ছাত্রলীগের রাজনীতি করবে, আগামীতে তোমরাই দেশ পরিচালনা করবে।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসিরুদ্দিন জোয়ার্দ্দার, দপ্তর সম্পাদক আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান বিষয়ক সম্পাদক এ্যাড. তালিম, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগ সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলা উদ্দিন, মহিলা আওয়ামী লীগ সভাপতি কোহিনুর বেগম, নাবিলা রোখসানা ছন্দা, শেফালী, আফরোজা, জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রন্জু, সম্পা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর কাদের, সাবেক জিএস রাশেদ উজ্জামান বাকি, জেলা যুবলীগ সদস্য লাভলু, হাপু, আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন টিটু, সহসভাপতি শাহাবুল হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহসম্পাদক বাপ্পি, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ চুয়াডাঙ্গার সাংগঠনিক সম্পাদক বরকত হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, তানভির আহম্মেদ সোহেল, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম, তাজ, মেশা, ৩নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক আরেফিন, তরুন ছাত্রনেতা পাভেল, স্বাধীন, মিঠুন, সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহম্মেদ রানা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল মল্লিক।