নিউজ ডেস্ক:গভীর রাতে দোকানের তালা ভেঙ্গে চুরির সময় চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার হাসেম আলী (৩০) নামে এক চোরকে আটক করেছে সদর থানার রাত্রীকালীন অভিযান-১ টিম। গতকাল ভোরে শহরের গুলশানপাড়ার জামান স্টোরের তালা ভেঙ্গে চুরির প্রস্তুতির সময় ওই চোরকে তাড়িয়ে ধরে পুলিশ। পরে আটককৃত চোরকে সদর থানায় সোপর্দ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক ইবনে খালিদ স্ট্যালিন ও কন্সটেবল মুজাফফর হোসেন গত রোববার দিবাগত রাতে অভিযান-১ ডিউটিতে বের হন। পরে রাত তিনটার দিকে সদর হাসপাতাল এলাকা থেকে গুলশানপাড়ার দিকে যাওয়ার সময় কয়েকজনকে জামান স্টোরের তালা ভাঙ্গতে দেখেন। পুলিশ মোটরসাইকেল থামালে চোরের দল দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কন্সটেবল মুজাফফরও চোরের পিছনে ধাওয়া করে। পরে গুলশানপাড়া জোল এলাকার মসজিদের কাছে থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে তালাভাঙ্গার শাবল ও ভাঙ্গা তালা উদ্ধার করা হয়। পরে আটককৃত ওই চোরকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো বলে জানায় সদর থানা পুলিশ।