চুয়াডাঙ্গা এক‌দি‌নে ৭ ডাক্তারসহ ২৮ জনের ক‌রোনা সনাক্ত।।

0
27

উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স লকডাউন ঘোষনা।

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি : 

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৭ ডাক্তার নার্স ও স্বাস্থ‌্যকর্মীসহ ২৮ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার বিকে‌লে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাক্তার এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সিভিল সার্জন বলেন, আক্রান্ত ২৭ জনের মধ্যে আলমডাঙ্গা উপজেলায় ১৯ জন ও চুয়াডাঙ্গা সদরের ৯ জন। আক্রান্তদের মধ্যে ৭ জন আলমডাঙ্গা উপজেলা (হারদী) স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রয়েছেন। আজকের ২৮ জন ও আগের ৮ জনসহ চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৩৬ জনে। 

 

এদিকে করোনাভাইরাসে আলমডাঙ্গার হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ চিকিৎসক আক্রান্তের পরপরই স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করে দেয়া হয়েছে বলেও নিশ্চিত করেন সিভিল সার্জন।